নিউজ ডেস্ক :: ইসরায়েলের নির্বিচার আগ্রাসন আর রক্তপাত বেড়েই চলেছে গাজায়। বিরতিহীন বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে সাড়ে সাতশ’য়েরও বেশি মানুষের। যার অর্ধেকই শিশু। খবর আল জাজিরার।
তেলআবিবের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কয়েকশ’ ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগই বেসামরিক।
উপত্যকার সব অঞ্চলেই হামলা করেছে দখলদাররা। এতে বিধ্বস্ত হয়েছে বহু ভবন। শরণার্থী শিবিরগুলোও রক্ষা পায়নি দখলদার ইহুদি বাহিনীর আগ্রাসন থেকে।
বিপর্যস্ত গাজাবাসী বলছে, নিরাপদ আশ্রয়ের কোনো জায়গাই নেই উপত্যকায়। নুসেইরাত ক্যাম্পে হামলায় সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধির পরিবারের সদস্যের মৃত্যুর কথাও জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৯ দিনের হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার। এরমধ্যে ২ হাজার ৭০০ জনেরও বেশি শিশু।