নিজস্ব প্রতিবেদক :: বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনী তফসিল ঘোষণা
ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতি আসন্ন নির্বাচন ২০২৪ইং তফসিল ঘোষণা করা হয়েছে। এ্যাড. লস্কর নুরুল হককে আহবায়ক ও এ্যাড. রফিকুল ইসলাম খোকনকে সদস্য সচিবসহ ৭ জনকে সদস্য করে একই সময় নির্বাচন উপ-পরিষদের কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।
সদস্যরা হচ্ছেন- এ্যাড. মোঃ সাইফুল ইসলাম মোল্লা, এ্যাড. কাজী আবুল কালাম আজাদ, এ্যাড. জাহিদুল ইসলাম পান্না, এ্যাড. মোঃ আর্শিব উদ্দিন শাওন, এ্যাড. আতিকুর রহমান খান রাজু, এ্যাড. মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, এ্যাড. ফিরোজ আলম সিকদার।
আজ সোমবার (১৫ জানুয়ারি) আইনজীবী সমিতি ভবনে নির্বাচন উপ-পরিষদগণের তালিকা ও তফসিল সংক্রান্ত নিয়মাবলী ঘোষণা করেন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. লস্কর নুরুল হক।
এ সময় আসন্ন নির্বাচনের তারিখ ও বিভিন্ন নিয়মাবলী ঘোষনায় বলা হয়- আগামী ২৮ জানুয়ারি ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩০ জানুয়ারি দুপুর ১ থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৩১ জানুয়ারি নির্বাচনে অংশ গ্রহনকারীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
অন্যদিকে ৪ ফেব্রয়ারি বেলা ৩টা পর্যন্ত নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ৫ ফেব্রয়ারি আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহনকারীদের চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক আগামী ১৫ ফেব্রয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।