ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪

বরিশালে পুলিশ স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সেনা সদস্যের বিরুদ্ধে

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পুলিশ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ সেনা সদস্যের বিরুদ্ধে।

বরিশাল বিমানবন্দর থানাধীন রহমতপুরে যৌতুক ও পরকীয়ার প্রতিবাদে পুলিশ স্ত্রীকে নির্যাতনের  অভিযোগ পাওয়া গেছে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে।
অভিযুক্ত স্বামী বিমানবন্দর থানা বায়ালাখালী গ্রামের সুলতান আহমেদের ছেলে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট ২৭/বীর ইউনিটের কর্মরত সৈনিক হাসান ওরফে সুমন।

১৫ জানুয়ারি সোমবার রাত ৯ টার দিকে বাবুগঞ্জ আফরোজা বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন আহত স্ত্রী আফরোজা আক্তার কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আফরোজা বাবুগঞ্জ থানার চর হোগলাপাতিয়া গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে ও বাবুগঞ্জ মুক্তিযোদ্ধার কমান্ডার আইয়ুব আলী মোল্লার নাতনি এবং ঝালকাঠি জেলা পুলিশের পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছে।
আহত আফরোজা জানান, পাঁচ বছরে আফরোজা ও হাসান দাম্পত্য এক সন্তান রয়েছে।

সন্তান হওয়ার পর থেকে স্বামী হাচান পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এসব বিষয় নিয়ে সংসারে ঝগড়া বিবাদ হলে হাসান তার স্ত্রী আফরোজা কে নির্যাতন চালায়। এমন কি মোটা অংকের যৌতুক দাবি করে।
বিষয়টি নিয়ে উভয় পরিবার একাধিকবার সালিশ মীমাংসা করে দিলেও কোন কাজে আসিনি। বরং স্বামী হাসান তার অনৈতিক কর্মকান্ড আগের মতই চালিয়ে যাচ্ছে।

আফরোজা সন্তানের কথা চিন্তা করে স্বামীকে বারবার বুঝালে ও তিনি কোনভাবে স্ত্রীর সাথে আপোষ হচ্ছে না।
এসব বিষয় নিয়ে প্রতিবাদ করতে গিয়ে স্ত্রী আফরোজা কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে ঘটনার দিন সোমবার বিকেলে রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার রাড়ি সালিশে বৈঠকে বসে।

সেখানে ও কোন সুফল আসেনি। স্বামী হাসান চেয়ারম্যান কে ও উপেক্ষা করে। পরে তিনি বৈঠক থেকে চলে যান।
সমাধান না হওয়াতে স্ত্রী আফরোজা তার কর্মস্থল ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিলে রহমতপুর পরিষদের কিছুদূর বাম পাশে হঠাৎ তাকে প্রতিরোধ করেন স্বামী হাসান। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা শ্বাসরোধ করে। আফরোজা ডাক চিৎকার করলে তাকে মারধর করে চলে যান। স্থানীয় লোকজন আহত আফরোজা কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আফরোজা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
আফরোজা আরো জানান, আমি সংসার করতে চাই, আমার সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে, স্ত্রীর অধিকার নিয়ে আমি বারবার স্বামীর কাছে আসলে তিনি আমাকে মানসিক নির্যাতন করেন। এমনকি আমাকে ডিভোর্স দিতে বলে।

আমি ঘটনার বৃত্তান্ত আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালো তারা আমাকে সন্তানের কথা বলে ধৈর্য ধরতে বলেন। কিন্তু আমার ধৈর্যের ধরতে গিয়ে বারবার তার নির্যাতনের শিকার হয়ে হাসপাতাল ভর্তি হতে হয়।
আমি আর নির্যাতন চাই না বিচার চাই,

অভিযুক্ত স্বামী হাসান ওরফে সুমন জানান, আপনাদের কাছে যদি আমার স্ত্রী অভিযোগ দিয়ে থাকে তাহলে আপনারা আমার বিরুদ্ধে রিপোর্ট করেন তাতে আমার কোন সমস্যা নাই। আমি চাকরি যাওয়া এবং জেল হাজবাস ভয় পাই না।

এ বিষয়ে রহমতপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দেলোয়ার রাড়ি জানান, পারিবারিক কলহে স্ত্রী মানসিক সমস্যায় ভুগছেন । আমরা চাচ্ছি বিষয়টি সমাধান হোক কিন্তু কেউ কোন কথা শোনে না সেজন্য আমি বলেছি আপনারা আদালতে যান।