ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় স্কুলের মাইক্রোবাস চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলায় স্কুলের মাইক্রোবাস চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

ভোলায় স্কুলের মাইক্রোবাস চাপায় আবু তালেব (৫) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু তালেব একই গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে, সে ভেলুমিয়া মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি চালু করে যেতে চাইলে চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. ইনজামুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোচালক মো. হানিফকে আটক করা হয়েছে