ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের চাকরিচ্যুতি করার হুমকির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের মারধর ও চাকরিচ্যুতি করার হুমকির প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল শিক্ষক সমিতির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার।

বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীর ও দাশগুপ্ত আশীষ কুমার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চয় কুমার খান, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুল আলম আসাদ, বরিশাল সদর উপজেলার সম্পাদক মো. আবদুর রশিদ হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার সম্পাদক অবিনাশ চন্দ্র রায়সহ আরও অনেকে।

মানববন্ধনে শিক্ষক নেতারা বরগুনা, উজিরপুর ও বানারীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের ঘটনা তুলে ধরেন। ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহলের এসব নির্যাতন ও হয়রানি বন্ধের জন্য অবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।