ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

‘চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেসথেসিয়া দেয়া যাবে না’ স্বাস্থ্য অধিদপ্তর

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দৈনিক সংবাদের প্রধান শিরোনাম। বলা হচ্ছে কোনো অবস্থাতেই নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ছাড়া চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেসথেসিয়া দেয়া যাবে না।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত বিশেষজ্ঞ অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ছাড়া যেকোনো ধরনের অস্ত্রোপচার করা যাবে না। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।

একই প্রসঙ্গে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম করেছে – DG Health bans using anaesthesia at diagnostic centres, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেসথেশিয়া ব্যবহার নিষিদ্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে খাতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনায় তিন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এক আদেশে বলা হয় যে কোন ধরণের অপারেশনে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত কোন বিশেষজ্ঞ অ্যানসথেটিস্টের উপস্থিতি ছাড়া অ্যানেসথেশিয়া দেয়া যাবে না।

 

অবৈধ হাসপাতাল বন্ধে মাঠে নামছে স্বাস্থ্য অধিদপ্তর – সমকালের শিরোনাম। পত্রিকাটি লিখেছে, নানা আলোচনা-সমালোচনার মুখে ‘ঘুম ভাঙল’ স্বাস্থ্য অধিদপ্তরের।

আগামী রোববার থেকে জেলা-উপজেলায় অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধে অভিযানে নামছে অধিদপ্তর। একই দিন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শৃঙ্খলা ফেরাতে ১০টি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।