ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আ*গু*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৮, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন।

কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লাগে। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূইয়া জানান, আগুনে মূল পাওয়ার প্লান্টের কোনও ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে’।