ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে আলফা মাহেন্দ্র ড্রাইভারের কাছে চাঁদা দাবী : প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে যখম

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৫, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে আলফা মাহেন্দ্র ড্রাইভারের কাছে চাঁদা দাবী : প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে যখম

নগরীর চৌমাথায় চাঁদার দাবিতে ড্রাইভারকে মারধরের প্রতিবাদে আলফা মাহেন্দ্র এসোসিয়েশনের দুই প্রতিনিধি সহ ৩ জনকে কুপিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে চৌমাথা আলফা মাহিন্দ্রা স্টানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ২২ নং ওয়ার্ড চৌমাথার বাসিন্দা হারুন ওর রশিদের ছেলে মাইনুল ইসলাম স্বপন (৪৫) ও তার ছোট ভাই সুজন।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে।
আহত স্বপন জানান, আমি আলফা মাহেন্দ্র এসোসিয়েশনের প্রতিনিধি। দীর্ঘদিন ধরে চৌমাথা এলাকায় মাহিন্দ্র ড্রাইভারদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে স্থানীয় জুবায়ের, হুমায়ুন, নির্জন, হারুন, জীবন, জাহিদ, রহুল সহ একদল চাঁদাবাজ।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে এক মাহেন্দ্র ড্রাইভার আহত হয়।
ড্রাইভারদের কাছে মোটা অংকের চাঁদার বিষয়টি মাইনুল ইসলাম স্বপন প্রতিবাদ করেন।
এরই জের ধরে একপর্যায়ে ঘটনার দিন বৃহস্পতিবার রাত দশটার দিকে চৌমাথা আলফা স্থানে স্বপনের উপর অতর্কিত হামলা চালায় চিহ্নিত চাঁদাবাজ জুবায়ের, নির্জন, রুহুল হুমায়ুন, জাহিদ, জীবন, হারুন সহ একদল সন্ত্রাসী। এসময় স্বপনকে বাঁচাতে তার ছোট ভাই সুজন ও পার্শ্ববর্তী মীর এহসান আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন জুবায়ের সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সপ্বন ও সুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত সূত্রে আরও জানা যায়, চাঁদাবাজ হামলাকারীরা এর পূর্ব চৌমাথা এলাকার ভাসমান দোকানদারদের কাছ থেকে ও চাঁদা দাবি করে আসছিলো। তাদের এহেন কর্মকান্ডে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আলফা মাহেন্দ্রে এসোসিয়েশন সূত্রে জানা যায়।