ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৬ জেলে আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৬ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের সময় ১৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিজলা নৌ-পুলিশের ইনচার্জ মো. তারিকুল ইসলাম তালুকদার জানান।

আটকরা হলেন- মো. গোলাম মোস্তফা (৫২), মনির হোসেন (২৯), আনোয়ার সরদার (৩৫), মনির হোসেন সরদার (৩২), আক্তার হোসেন (৩৯), ছামেদ মিজি (৩৮), রুহুল আমিন (৪৫), জহির সরদার (৫০), আমিরুল সরদার (৪০), মালেক সরদার (৪৫), এবাদুল্লাহ বেপারী (৪৫), মুছা হাওলাদার (৩২), রাসেল বেপারী (৩২), ফয়সাল সরদার (৩০), মানিক দেওয়ান (৫০) ও জাকির দেওয়ান (৩০)।

তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেঘনা নদীর অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওইসব জেলে জানপুর ও খালিশপুর এলাকায় মাছ ধরছিলেন। খবর পেয়ে টহল দল অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করে। আটকদের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।