নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহত ১
ঝালকাঠিতে ট্রাকচাপায় আবুল কালাম (৫০) নামে এনএস কামিল মাদরাসার এক খাদেম নিহত হয়েছেন। মঙ্গলবার(১৬ এপ্রিল) সকালে বরিশাল-পিরোজপুর সড়কে বাসন্ডা ব্রীজের সামনে এ ঘটনা ঘটে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো.মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম জেলার রাজাপুর উপজেলার উত্তর তাড়াবুনিয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৪ টার দিকে বরিশাল থেকে পিরোজপুরগামী একটি ট্রাক রাস্তার পাশে গিয়ে খাদেম আবুল কালামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিতুল ইসলাম বলেন, মাদরাসা খাদেমকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে গেলে আটক করা যায়নি।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।