নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বরিশালে ডিবির অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর নাজিরের পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো কাউনিয়া ব্রাঞ্চ রোড ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদার (৬২) এবং মাহিলাড়া এলাকার বেজহার গ্রামের বাসিন্দা মৃত আলতাফ মাতুব্বর এর ছেলে মোঃ ইমরান মাতুব্বর (৩০)।
ডিবি পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নির্দেশে ইন্সপেক্টর কমলেশ হালদার ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর নাজিরের পুল এলাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।