নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রবাসীর স্ত্রীর উপর হামলা
ঝালকাঠির নলছিটি উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাতটার দিকে দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম মুমিতি আফসানা। বর্তমানে সে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়,দবদবিয়া জিরো পয়েন্ট এলাকার হাবিব সিকদারের ছেলে প্রবাসী মাসুদ আলম শিকদারের স্ত্রী মুমিতি আফসানার সাথে তার ননদ হাবিবা বেগমের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে ননদ হাবিবা, হাদিয়া, দেবর মাসুম শিকদার ননদের মেয়ে মিম, সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে মুমিতি কে
পিটিয়ে মারাত্মক জখম করেন। এ সময় তার সাথে থাকা গলার চেইন কানের দুল, ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল মেডিকেলে ভর্তি করেন।
এ ঘটনার নলছিটি থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে আহত সূত্রে জানা যায়।