
নিউজ ডেস্ক :: রাঙ্গাবালীতে শশুর-শামুন্দী, শ্যালকের হামলায় জামাই হাসপাতালে
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে জামাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে শশুর, সামুন্দী, ও শ্যালকের বিরুদ্ধে।
গত রবিবার দুপুর দুইটায় উপজেলার শশুর বাড়ি লাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত রিপন আকনকে উদ্ধার করে তক্তাবুনিয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত রিপন মণিপাড়া এলাকার রাজ্জাক আকনের ছেলে।
আহতের ভাই স্বপন আকন জানান, আমার ভাই রিপন আকন তার শ্বশুর বাড়িতে তিনটি গরু পালতে দেয়।
সেই গরু আনতে গেলে শ্বশুর শহিদুল, সামুন্দি সোহাগ, রাহাত, সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে রিপনকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রাঙ্গাবালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।