ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে জমি নিয়ে দ্বন্দ্বে জামাতা নিহত, আহত ৫ আটক ৩

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বেতাগীতে জমি নিয়ে দ্বন্দ্বে জামাতা নিহত, আহত ৫ আটক ৩

বরগুনার বেতাগী উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মেয়ে জামাই মনিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সহযোগীরা। এছাড়া শশুর সহ আরো ৫ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত অন্যান্যরা হলো, ওই এলাকার ইউসুফ আলীর ছেলে নিহতের ,শ্বশুর সোহরাব সিকদার, সোহরাবের ছেলে, আবুল বাশার, স্ত্রী ফরিদা বেগম, মেয়ে সীমা আক্তার ও নাজমা আক্তার
গত ১৬ সেপ্টেম্বর সোমবার ৭ নং সরিষা মুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জামাতা মনিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করার অভিযোগে প্রতিপক্ষ রাকিব, সীমা ও আসমা নামে তিনজনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।
শশুর সোহরাব জানান, দীর্ঘদিন ধরে সোহরাবের জমি নিয়ে প্রতিবেশী নুরু আকনের ছেলে সিদ্দিক আকনসহ তাদের গং দের সাথে বিরোধ চলে আসছে।
সিদ্দিক আকন সোহরাবের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে।
বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে প্রতিপক্ষ সিদ্দিক ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।

গত সোমবার প্রতিপক্ষ সিদ্দিক আকন সহ একদল ভূমিদস্য সোহরাবের জমিতে গিয়ে চাষাবাদের চেষ্টা করে।
এতে বাধা দিলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জামাতা মনিরুল ইসলাম, শ্বশুর সোহরাব সিকদার, সোহরাবের ছেলে, আবুল বাশার, স্ত্রী ফরিদা বেগম, মেয়ে সীমা আক্তার ও নাজমা আক্তারকে এলো পাতারি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন সিদ্দিক আকন গং।
বেতাগী থানার অফিসার্স ইনচার্জ, মাহবুবুর রহমান জানান, জমি নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান ইতিমধ্যে তিনজনকে আমরা আটক করেছি।