ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় জমিজমা নিয়ে বি*রোধে চাচাকে কু*পি*য়ে হ*ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৭, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় জমিজমা নিয়ে বি*রোধে চাচাকে কু*পি*য়ে হ*ত্যা

বরগুনার বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুলতান মুসুল্লি বেতাগী উত্তর করুনা এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা হলেন তৌহিদ মুসুল্লি। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহতের স্বজনরা জানান, তৌহিদ মুসুল্লির সঙ্গে সুলতান মুসুল্লির জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে শুক্রবার বিকেলে সুলতানকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যান তৌহিদ। স্বজনেরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক আছেন।