ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ভা ঙা চো রা বেঞ্চে ঝুঁকি নিয়ে চলছে ক্লাস : আ ত ঙ্কে শিক্ষার্থী

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৬, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ভা ঙা চো রা বেঞ্চে ঝুঁকি নিয়ে চলছে ক্লাস : আ ত ঙ্কে শিক্ষার্থী।

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভাঙাচোরা বেঞ্চে বসে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে। এছাড়া বেঞ্চের সংখ্যা কম থাকায় একাধিক শিক্ষার্থীদের দাড়িয়ে ক্লাস করতে হচ্ছে। আতঙ্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

এই প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ শতাধিক,শিক্ষক রয়েছে ১৭ জন,অফিস সহকারী বিভিন্ন পদে কর্মচারী রয়েছে ৬ জন। এ স্কুলের শিক্ষার্থীরা লেখা-পড়ায় অনেক ভালো এবং মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে শীর্ষে অবস্থানে আছে। বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ জানান,ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে ১৯২০ সালে এই স্কুলটি স্থাপিত হয়। এছাড়া স্কুলটি মহাসড়কের পার্শ্ববর্তী হওয়ায় অধিক শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং উচ্চ শিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান দেয়া হয়। তাই লেখাপড়ায় অনেক ভালো। অপরদিকে স্কুলটি ২০০৩ সালে স্কুলটি পূর্ণঃর্নির্মাণ হওয়ার পরে এ পর্যন্ত কোন ভবন নির্মাণ হয়নি এবং বেঞ্চ বাবদ কোন সরকারি বরাদ্দ হয়নি।

এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ কবির মিয়া জানান- এই স্কুলে শিক্ষার্থী অনেক। কিন্তু পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের খুব কষ্ট করে ক্লাস করতে হচ্ছে।

উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান- বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বাবদ আর্থিক সহায়তার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন।