
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আনসার ক্যাম্পের সামনে ট্রাকের চাকার নিচে আগুন লাগানোর চেষ্টা চালায় আওয়ামী লীগের একদল কর্মী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আওয়ামী লীগের কয়েকজন কর্মী একটি ট্রাকের গতিরোধ করে চাকার নিচে আগুন ধরানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে আনসার ক্যাম্পের সদস্যরা দ্রুত এগিয়ে এসে পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার সময় আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় শৃঙ্খলা বজায় রাখেন।
এ বিষয়ে বরিশাল আনসার ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, কাশিপুর আনসার ক্যাম্পের সামনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়েছিল। আমাদের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন, ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটির পর এলাকায় অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে কারা আগুন লাগানোর চেষ্টা করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্তের কাজ চলছে।


