ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি আ.লীগ কর্মী মনির আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৬, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি আ.লীগ কর্মী মনির আটক।

 

রাজনৈতিক মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনিরকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাখাওয়াত হোসেন মনির সক্রিয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এমনকি বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন।

সরেজমিনে থানায় গিয়ে দেখা যায়- এসআই শফিকুল ইসলাম শাখাওয়াত হোসেন মনিরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ খবর শুনে থানায় ছুটে আসেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, বরিশাল সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর আশ্রাফসহ বেশ কয়েকজন বিএনপি নেতা।

 

তারা হুঙ্কার দিয়ে বলতে থাকেন- শাখাওয়াত হোসেন মনিরকে কেন আটক করা হয়েছে? সে বিএনপির লোক। এ সময় তাদের কাছে শাখাওয়াত হোসেন মনির কিভাবে বিএনপির লোক হয়েছে, বিএনপির কোন মিছিল মিটিংএ তার ভূমিকা ছিল বা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মিলন মুন্সি ও শাহ আলম হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- রাজনৈতিক মামলায় শাখাওয়াত হোসেন মনিরকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি।