
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত মামলার শুনানিকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এ সময় তিনি আগামী ৫ মে রাস্তায় ভিড় না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩ মে) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফয়জুল করিম বলেন, আমরা চাই- আদালত তার নিজস্ব স্বাধীনতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ন্যায়বিচার করুক। সেজন্য রাস্তায় অপ্রয়োজনীয় ভিড় বা জনসমাগম কাম্য নয়।
সংবাদ সম্মেলনে ফয়জুল করিম বলেন, ‘চট্টগ্রাম ও ঢাকার নজির অনুসরণ করেই আমি আবেদন করেছি। যদিও আবেদন করতে কিছুটা দেরি হয়েছে, তবুও আদালতের এখতিয়ার রয়েছে এমন আবেদন গ্রহণ করার।’
এ প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, আমি একজন মুসলমান, আমার ধর্ম পালনের অধিকার রয়েছে। তবে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের সবার দায়িত্ব।
এরআগে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করা হয়, যেখানে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নির্বাচিত হন এবং মুফতি ফয়জুল করিম ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।