ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আদালতের আদেশ অমান্য করে জমিদখল ও পাকা স্থাপনা নির্মানের অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বরিশাল নগরীর ১১নং ওয়ার্ড বান্দরোড দক্ষিণ আলেকান্দায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল ও পাকা স্থাপনা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।

 

বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৪৪/ ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা থাকার পরও প্রভাব খাটিয়ে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তরা জমি দখল করে পাকা স্থাপনা নির্মান করে আসছে। এ ঘটনায় থানায় পুলিশ অবগত করার পরও কোন সহযোগিতা পাইনি বলেন অভিযোগ করেন ভুক্তভোগী সোহেলী পারভিন।

 

অভিযুক্তরা হলেন, মো: ইনরান হোসেন রনি (৫০) তৌহিদুল ইসলাম তাসিম (২৪), সাইদুর রহমান টিপু (৫১) সাবিনা ইসলাম রুপা (৩০) জুনাইন রহমান জিম, তাহসিনা ইসলাম রুনা।

 

সোহেলী পারভিন  বলেন, ১৩ই নভেম্বর বৃহস্পতিবার সকালে আমাদের জমি দখল করে তারা পাকা স্থাপনা নির্মান করে আসছে। এই জমি আমাদের। আমার বাবা

১১নং ওয়ার্ড সাবেক কমিশনার বজলু রহমানের  ক্রয়কৃত জমি বিগত ২০০৮ সাল হইতে বাউন্ডারি নির্মান করে  ভোগ দখলে বিদ্যমান রয়েছে।  বহু বছর আগে আমাদের দখলকৃত অংশে ফলজ ও বজন গাছ রোপন করি এবং নিয়মিত পরিচর্যা করে আসছি। আমাদের এজমালি সম্পত্তি সকলেও প্রাপ্ত অনুযায়ী ভোগ দখলে আছি। কিন্তু বর্তমানে উক্ত অভিযুক্তরা তাদের সম্পত্তি সহ আমাদের সম্পত্তি জোর পূর্বক  দখল করেছে।

গত ৪ অক্টোবর অনুমান সাড়ে ১২টার সময় উক্ত বিবাদীরা তাদের লোকজন নিয়া আমাদের পুরাতন বাউন্ডারী ওয়াল ভাংচুর করে।  আমাদের ভোগ দখলীয় সম্পত্তির মধ্যে প্রবেশ করে প্রায় ৮০/৯০টি ফলজ গাছ সহ বিভিন্ন গাছপালা কাটিয়া প্লট আকার করে নতুন করে পাকা ওয়াল নির্মান করিতেছে। এঘটনায় আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর, হত্যার হুমকি ও মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করারও হুমকি দেয়।

 

 

তিনি আরো বলেন, ৬ই অক্টোবর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৪৪/ ১৪৫ ধারায় মামলা করি। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানা ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পরে কোতোয়ালি থানার এসআই ফেরদৌস ইসলাম ৬ অক্টোবর অভিযুক্ত সকলকে নোটিশ প্রদান করেন।

এছাড়াও আমাদের ৮০ থেকে ৯০টি গাছ কেটে ফেলার ঘটনায় বিবাদীদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে বরিশাল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করি -যাহার মামলা নং সি, আর-২১৩৮/২০২৫ (কোতয়ালী)।

 

কিন্তু  আদালতে করা  একাধিক মামলাকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে  সন্ত্রাসী দখলবাজ  ইমরান হোসেন রনি, তৌহিদুল ইসলাম তাসিম,  সাইদুর রহমান টিপু,  সাবিনা ইসলাম রুপা,  জুনাইন রহমান জিম, তাহসিনা ইসলাম রুনাসহ অজ্ঞাতনামা ৭/৮জন মিলে জমি দখল করে পাকা স্থাপনা নির্মান করে। আদালতকে অমান্য করে তাদের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। আমরা এর সঠিক বিচার চাই।

এছাড়াও তিনি আরো বলেন, তাদের জমির কাগজপত্র থাকে তারা তা নিয়ে আদালতে আসুক। আমাদের জমি দখল করে আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। এখন আমরা ঘরে ছাড়া। শুধু তাই নয় আমাদের পরিবারের বহু সদস্যকে বিভিন্ন মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করে হয়রানি করে আসছে তারা। আদালতে একাধিক মামলা চলমান থাকার পরও তারা আজ জমি দখল দিয়েছে।