
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে তীব্র আন্দোলন ও প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “আমাদের বরিশাল জেলা ছাত্রদলের কমিটি নিয়ে আর কোনো তালবাহানা ও ষড়যন্ত্র চলবে না, চলবে না। মানি না, মানবো না। দাবি মোদের একটাই — অতি দ্রুত এই মুহূর্তে বরিশাল জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে।”
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ছাত্রদলের তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
নেতাকর্মীরা আরও বলেন, “আমরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। তবে যারা ইচ্ছাকৃতভাবে বিলম্ব ঘটাচ্ছে, তারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা আর বিলম্ব চাই না — এখনই কমিটি চাই।”
এ সময় বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দ্রুত বরিশাল জেলা কমিটি ঘোষণার আহ্বান জানান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


