ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ*হী*দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বা*র্ষি*কী উপ*লক্ষে বরিশাল জেলা বিএনপির প্র*স্তু*তি স*ভা অ*নু*ষ্ঠি*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৭, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

প্রতিবেদক (আহসান আকিব) :: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১:৩০টায়) নগরীর দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন–

জিয়াউল হক সাবু ও আলহাজ্ব মন্টু খান (যুগ্ম আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা বিএনপি),

নুরুল আমিন (সাবেক আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা বিএনপি),

আব্দুল হক ফরাজী (ভারপ্রাপ্ত সভাপতি, শ্রমিক দল বরিশাল জেলা),

সাইফুল ইসলাম (সাধারণ সম্পাদক, শ্রমিক দল বরিশাল জেলা),

আলী হায়দার (সদস্য সচিব, যুবদল বরিশাল জেলা দক্ষিণ),

শফিউল আলম শফরু (সদস্য সচিব, কৃষক দল বরিশাল জেলা দক্ষিণ),

মামুন রেজা খান (ভারপ্রাপ্ত সভাপতি, যুবদল বরিশাল জেলা দক্ষিণ),

তারেক আল ইমরান (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রদল বরিশাল জেলা দক্ষিণ) সহ আরও অনেকে।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩০ মে ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর সভাপতি আবুল হোসেন খান। আনুমানিক ৬০০-৬৫০ জন নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা দিক নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

দুপুর ১২:২০ মিনিটে সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।