ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধির উপর হা*ম*লা চালিয়ে দেড় লক্ষ টাকা লু*ট

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধির উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলা ও লুটপাটের ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার ( ২৮ জুন) বেলা ১১ টায় উপজেলার মশাং বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়- উপজেলার জল্লা ইউনিয়নের কাজিসা গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির(৫২) শনিবার বেলা ১১ টায় মশাং বাজারে কার্যক্রম পরিচালনা করতে যায়। সেখানে মশাং গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে মোঃ জহিরুল হক হাওলাদার রিপ্রেজেনটেটিভ হুমায়ন এর উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে নগদ দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জহিরুল হক ও তার বোন মোসাঃ হ্যাপি বেগম মিলে হুমায়ুন কবিরকে পরবর্তীতে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

হামলার ঘটনায় আহত হুমায়ুন কবির বাদী হয়ে ঘটনার দিন অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

আহত হুমায়ূন সাংবাদিকদের জানান- আমাকে হত্যার উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং আমার অফিসের ঔষধ বিক্রির দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার।