
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার কাগাশুরা এলাকায় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে শিউলি (১৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শিউলি ওই এলাকার ব্যাপারী বাড়ির বাসিন্দা শাকিল ব্যাপারীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শিউলি।
এলাকাবাসী জানান, পেশায় দিনমজুর শাকিলের সঙ্গে শিউলির বিয়ে হয়েছিল প্রায় দুই বছর আগে। শুরুতে সংসার ভালোভাবে চললেও পরে নিয়মিত দাম্পত্য কলহ শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে একাধিকবার সালিশ হলেও সমস্যা সমাধান হয়নি। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানিয়েছেন পাশ্ববর্তী বাসিন্দারা। ঝগড়ার পরে তার স্বামী শাকিল বাইরে কাজে চলে যায়। কিছু সময় বাদে বাইরে থেকে শাকিলের মা ঘরে এসে শিউলিকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে শিউলিকে আড়া থেকে নিচে নামায়, তবে ততক্ষণে তিনি মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা কাউনিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল নিশাত জানান, ‘এলাকাবাসীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আত্মহত্যার কারণ ও পেছনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।’


