ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে বাসায় ঝু*লছিল যুবকের ম*র*দে*হ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর মগবাজারের পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সুব্রত বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি মগবাজারের নয়াটোলায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই পলাশ দত্ত জানান, আমার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ বিকেলের দিকে বৌদির সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন তিনি। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।