
নিজস্ব প্রতিবেদক :: বরগুনার বেতাগীতে কলেজ পড়ুয়া ছাত্র মোঃ সুমন খান (১৯) কে তুলে নিয়ে মারধর করেছে ভাড়াটিয়া সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বিকেল ৩টায় উপজেলার টিএনটি রাস্তার মোটরসাইকেলের তুলে নিয়ে বাংলালিংক টাওয়ারের সামনে নিয়ে তাকে মারধর করা হয়।
আহত হলেন ওই থানার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সেলিম খানের ছেলে ও বেতাগী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জহির বিশ্বাসের ছেলের অর্ক সাথে তৃতীয় পক্ষের মারামারি হয়। এ নিয়ে মামলা হয় । তবে সে মারামারিতে জড়িত না থাকলেও ভুক্তভোগী কলেজ ছাত্রকে আসামি করা হয়। মামলা জামিন পেয়ে সুমন খান এইচ এস সি পরীক্ষা অংশগ্রহণ করে। ঘটনার দিন জহির বিশ্বাসের বাবার ভাড়াটে সন্ত্রাসী রানা, হাসিব, ইমরান সহ ৪-৫ জন পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে মারধর করে।
পরে আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসকরা। ভুক্তভোগী পরিবার বর্তমানে জীবনে ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে। প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি আহতর বাবার। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।