
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে বেপরোয়া মটর সাইকেলে এক শিশু নিহত হয়েছে। জানা গেছে গত কাল ২ জুলাই বুধবার উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেক সরদারের বাড়ীর সামনে লামিয়া (৭) বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।
চিরাপাড়া গ্রামের দুলাল মোল্লার মেয়ে, লামিয়া তার মায়ের সাথে খুলনা থেকে চিকিৎসা শেষে বাড়ির সামনে অটো থেকে নেমে রাস্তায় দাঁড়ালে শিয়ালকাঠি চৌরাস্তা হতে কাউখালী উপজেলাগামী বরিশাল মেট্রো-ল- ১১-৮৫৪৪ সুজুকি জিক্সার মটরসাইকেল যোগে চালক মো: ইউসুফ (১৯), পিতা -মৃত মো: শাখাওয়াত, সাং- উজিয়ালখান ফকির বাড়ী, ও মো: মুয়াজ (১৯), পিতা- মনির হাওলাদার, এবং আশরাফুল (১৮), পিতা- আলমগীর সরদার, , বেকুটিয়া এলাকার, এরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে লামিয়াকে সজোড়ে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন লামিয়াকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ বিষয় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান জানান এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আমি আইনগত ব্যবস্থা নেব।