
নিউজ ডেস্ক :: নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগে ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নেয়া হয়।
৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার (৫৫) তদন্ত কর্মকর্তা এসআই আবু ছৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে ২২ জুন, ছাত্তারের বাসার নিচতলার সিঁড়ির পাশে। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা দৃশ্যটি প্রায় ১০ দিন পর ভাইরাল হয়।
জানা যায়, গত ২২ জুন অনন্তপুরে ছাত্তার তার প্রতিবেশী পান্না আক্তারকে (মৃত জামাল উদ্দিনের স্ত্রী) পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। ওইদিনই ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে তদন্তের দায়িত্ব পান এসআই আবু ছৈয়দ। তদন্তের অংশ হিসেবে তিনি ছাত্তারের বাড়িতে গেলে এই ঘুষ লেনদেনের পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আসামি ছাত্তার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসেছিলেন হামলার ঘটনা তদন্তের জন্য। তদন্তে এলে যে কোনো অফিসার টাকা নেয়। এ বিষয়টি আমি ওনাকে বলেছি, তিনি সেখানে অনেক কথাবার্তার এক ফাঁকে ওনার পকেটের টাকা বের করেছেন। এসআইকে টাকা দেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন। সিসি ক্যামেরার ভিডিও কীভাবে গণমাধ্যমে গেল তিনি জানেন না।
অন্যদিকে, এসআই আবু ছৈয়দ দাবি করেছেন, ‘ভিডিওটি ২২ জুনের। আসামি আমাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি তখন পকেট থেকে নিজের টাকা বের করে বলি—আমার কাছে টাকা আছে, তোমার টাকার দরকার নেই। আমি কোনো টাকা নেইনি।’
এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই অভিযুক্ত এসআই আবু ছৈয়দকে থানার দায়িত্ব থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার ভিডিও কীভাবে ছড়াল, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।