ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন: জনগণের দোরগোড়ায় ডিজিটাল ভূমিসেবা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৯, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চালু হয়েছে সরকার অনুমোদিত ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’, যার মাধ্যমে সাধারণ মানুষ সহজেই ভূমি-সংক্রান্ত ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাহেরচর বাজারে অবস্থিত মেসার্স জাহিদ কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।

এই কেন্দ্র থেকে নির্ধারিত ফির বিনিময়ে মিলবে ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা, মিউটেশন আবেদন, খতিয়ান বা পর্চা উত্তোলন, জমির ডিজিটাল নকশা প্রাপ্তি, অনলাইন ভিত্তিক অন্যান্য ভূমি সংক্রান্ত তথ্য ও ফর্ম পূরণ সেবা।

ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা এস এম জাবের জানান, সাধারণ মানুষ যেন আর হয়রানির শিকার না হন এবং ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকেন, সে লক্ষ্যেই এই কেন্দ্র চালু করা হয়েছে।” প্রশিক্ষিত লোকবল দ্বারা সেবাগুলো দেওয়া হবে এবং সরকার নির্ধারিত নিয়ম মেনেই প্রতিটি আবেদন সম্পন্ন হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবার প্রসারে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। এটি রাঙ্গাবালীর জনগণের জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর ফলে রাঙ্গাবালীর প্রত্যন্ত অঞ্চলের জনগণ এখন থেকে আরও সহজে ও দ্রুত ভূমিসেবা পেতে পারবেন যা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি ইতিবাচক পদক্ষেপ।