
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল গ্রেপ্তারকৃতরা।
গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই সমির রায়, এএসআই মামুন হোসেন ও এএসআই অনুপম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার গভীর রাতে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ জোবারপাড় গ্রামে অভিযান চালায়।
এসময় রূপচাঁদ অধিকারীর ছেলে বাদল অধিকারী (৪৫) ও সর্বেশ্বর হালদারের ছেলে তাপস হালদার (৫০) কে তিনটি ড্রামে সংরক্ষিত ১৭০ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও একটি মদ তৈরির মেশিনসহ তাদের আটক করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের শনিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই বাদল ও তাপস এলাকায় চোলাইমদ তৈরি ও সরবরাহ করে আসছিল। তাদের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।