ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন স্থগিত, কেন্দ্রের নতুন সিদ্ধান্ত আসছে শীঘ্রই, আব্দুল আউয়াল মিন্টু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন স্থগিত, কেন্দ্রের নতুন সিদ্ধান্ত আসছে শীঘ্রই, আব্দুল আউয়াল মিন্টু।

বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ১২ জুলাই ইস্যুকৃত চিঠির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও বরিশাল বিভাগের টিম লিডার আব্দুল আউয়াল মিন্টু।

জানা গেছে, গত ১২ জুলাই বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কমিটি গঠনের নির্দেশনা দিয়ে একটি চিঠি প্রেরণ করেন আব্দুল আউয়াল মিন্টু। তবে চিঠির কিছু অংশের সিদ্ধান্ত নিয়ে দলের একটি অংশ আপত্তি তোলে এবং এর বিরুদ্ধে মত প্রকাশ করে।

তাদের দাবির প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় নেতারা বিষয়টি পুনর্বিবেচনা করেন এবং আপাতত ১২ জুলাইয়ের চিঠির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনার পর খুব শীঘ্রই এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।