ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

আমতলীতে বিএনপি নে*তা*র সংবাদ সম্মেলন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার আমতলী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে চাঁদা চাওয়া ও ঘর ভাংচুর শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হাওলাদার বলেন, আমতলী পৌরসভার জে.এল নং-৩০ এর ২২৬ নং খতিয়ানের পাঁচ একর ২৪ শতাংশ জমি মালিক আসরুদ্দিন হাওলাদারের মৃত্যুর পরে ওয়ারিশসূত্রে তাহার তিন ছেলে যথাক্রমে হাজি জহিরুদ্দিন, সামসুদ্দিন ও জয়নুদ্দিন বর্তমানে ১ একর ৬৬ শতাংশ জমির মালিক। এ জমি হতে হাজি জহেরুদ্দিন এর অংশ হতে ৪২-৫০ শতাংশ জমি তাহার নিকট বিক্রয় করে।

তিনি আরো বলেন- তিনি ও তার বাবা ১০৪ শতাংশ জমির রেকর্ড সূত্রে মালিক। ১৯৬৯ সালে আমাদের প্রতিপক্ষরা একটি ভূয়া নিলাম ক্রয়ের দলিল বের করে যাহা সম্পূর্ন বানোয়াট দলিল। ফ্যাসিস্ট আওয়ামী দোসর কারিমুল হাসান, মো: আরিফুল ইসলাম জামান, আ: ছালাম, আবুল কালাম আজাদ, মো: রাসেল, মো: জহিরুল ভূয়া ন্রিরাম ক্রয়ের দলিল দেখিয়ে জায়গা দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসাবে নিজেরা ঐ যায়গায় ঘর উত্ত্বোলন করে আবার নিজেরাই ভেঙ্গে ফেলে আমার নামে ও বি,এন,পির নামে মিথ্যা প্রবাকান্ডা ছড়াচ্ছে । ঘটনার দিন তাহার শশুর মারা যাওয়ায় তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন না। কারিমুল হাসান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক থাকার সুবাদে টেম্পু স্টান্ডে চাদা আদায় করত। পাঁচই আগষ্ট বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় কারিমুল হাসান ও জামাল কে আসামী করা হয়। আমি সে ই মামলার বাদী এ জন্য এরা মিলে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ঘটনা সাজিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ করছে।