ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মায়ের মামলায় ছেলে কারাগারে

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মায়ের মামলায় ছেলে কারাগারে।

বরিশাল বিভাগের পটুয়াখালীর দুমকীতে নিজ মাকে অমানবিক নির্যাতনের দায়ে বয়োবৃদ্ধ মা মোসা. সমের্তবান এর দায়ের করা মামলায় ছেলে সেলিম সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. ইউসুফ আলী’র আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আল আমিন।

জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত. আঃ বারেক সিকদারের স্ত্রী সমের্তবান এক সময় বড় ছেলে সেলিম সিকদারের নতুন বাড়িতে থাকতেন। জমিজমা কে কেন্দ্র করে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হলে ছোট ছেলে আশিকুর রুম্মান ও সুমন সিকদারের কাছে পুরান বাড়িতে চলে যান। নির্যাতনের কথা এলাকার চেয়ারম্যান মেম্বারকে জানালেও কোন বিচার পাননি বলে অভিযোগ করেন মা। তাঁর বড় ছেলে কোনো খোঁজ-খবর নেয় না, টাকা পয়সা দেয় না। উল্টো এ বছরের ২১ নভেম্বর বেলা ১২ টার দিকে তার স্ত্রী নাসিমা বেগম ও ছেলে নূরে আলম সিকদারসহ এক দল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী পুরান বাড়িতে গিয়ে হামলা চালায়।

এতে তিনি ও তাঁর ছোট ছেলে রুম্মান আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত ২৯ নভেম্বর মা মোসা. সমের্তবান বাদী হয়ে চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মায়ের দায়ের করা মামলায় বড় ছেলে সেলিম সিকদার আত্মসমপর্ণ করলে তার জামিন না মঞ্জুর করে মো. ইউসুফ আলী’র আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।