ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল আদালতে বিচার প্রার্থীদের জন্য তৈরি করা আধুনিক বিশ্রামাগার এখন খাবার হোটেল

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৮, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আদালতে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিচার প্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগারে খাবারের দোকান বসানো হয়েছে। এতে সুবিধা বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা।

জানা গেছে, ৪০ জনের বসার ব্যবস্থা, টয়লেট, ব্রেস্টফিডিং জোন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং একটি ছোট টি স্টল বসানোর ব্যবস্থাসহকারে ৮০০ বর্গ ফুটের বিশ্রামাগারটি ২০২৪ সালের ৭ মার্চ উদ্বোধন করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। ভবনটির নাম দেওয়া হয় ন্যায়কুঞ্জ।বরিশাল হোটেল বুকিং

সরেজমিনে দেখা গেছে, ন্যায়কুঞ্জে বিচারপ্রার্থীদের বসার স্থানে টেবিল চেয়ার বসিয়ে হোটেলের আদলে সাজানো হয়েছে। ভবনের মুখে টেবিল বসিয়ে পরোটা, ভাজি, সিঙ্গারা, সমুচা তৈরি করছেন ইদ্রিস সরদার নামে একজন।

তিনি জানান, আদালতের প্রশাসনিক কর্মকর্তাদের অনুমতি নিয়েই খাবার হোটেল বসিয়েছি। আমাকে দোকান দেওয়ার অনুমতি দিয়েছে তাই দিয়েছি। আদালতে কারও অনুমতি ছাড়া চাইলেইতো দোকান দেওয়া যায় না, আপনারা ভালোই বোঝেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, বিশ্রামাগারে খাবার হোটেলটি কারা পরিচালনা করছে এ ধরনের কোনো লিখিত কাগজপত্র আমার কাছে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে কিনা তাও আমার জানা নেই।

আদালতের নায়েবে নাজির (ক্যাশিয়ার) আওলাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি হোটেল পরিচালনার দায়িত্বে নেই। এটি ইদ্রিসকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনিই পরিচালনা করছেন।বরিশাল হোটেল বুকিং

এ বিষয়ে হোটেল পরিচালনাকারী ইদ্রিস সরদার বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই আমি এখানে হোটেল চালাচ্ছি। বিচার প্রার্থীরা কোথায় বসবেন, সেটা আমাদের দেখার বিষয় নয়।