ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীর উদয়ন স্কুল মার্কেটের তৃতীয় তলা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলা থেকে রমজান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ বাইরে থেকে তালাবদ্ধ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রমজান পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা। তিনি বরিশালের ফজলুল হক এভিনিউয়ের সার্ক টেইলার্সে কর্মরত ছিলেন। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার বলেন, ‘রমজান গত চার মাস ধরে তার কারখানায় কাজ করছিলেন এবং রাতে একাই সেখানে ঘুমাতেন।

সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও সবসময় চিন্তিত থাকতেন। তিনি প্রায়ই বলতেন তার স্ত্রী তাকে ভয়ভীতি দেখান। ’ তার দাবি, পারিবারিক কলহ ও মানসিক অশান্তি থেকেই রমজান আত্মহত্যা করেছেন।

কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘আমরা এসে দেখি রমজানের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এ কারণে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত নয়।

তিনি আরো বলেন, ‘রমজানের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।’