ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শিশু অধিকার পরিস্থিতি ২০২৫ উপস্থাপন : সহিংসতা ও দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৩, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শিশু অধিকার পরিস্থিতি ২০২৫ উপস্থাপন : সহিংসতা ও দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ।

বাংলাদেশে শিশুদের ওপর সহিংসতা, নির্যাতন ও দুর্ঘটনার ঘটনা বেড়ে চলেছে—এমন তথ্য উঠে এসেছে “শিশু অধিকার পরিস্থিতি–২০২৫” শীর্ষক আলোচনায়। বুধবার (২২ অক্টোবর) বরিশালের সদর রোডের বিডিএস ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন। এতে অর্থায়ন করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং কারিগরি সহায়তা প্রদান করে স্ক্যান বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর প্রোগ্রাম ম্যানেজার মি. পাবলো নেরুদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ক্যান বাংলাদেশের সভাপতি মি. জাহাঙ্গীর হোসেন, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ফেইথ ইন অ্যাকশন-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. তীমোন বাড়ৈ। আলোচনায় বরিশাল বিভাগের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশন ২০১১ সাল থেকে দেশের ১২টি জাতীয় দৈনিক থেকে শিশু-সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণ করে আসছে। এই বিশ্লেষণের ভিত্তিতে সংস্থাটি প্রতিবছর “বাংলাদেশ শিশু পরিস্থিতি” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে শিশুদের সুরক্ষা, অধিকার, নির্যাতন ও উন্নয়ন বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করা হয়।
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে জাতীয় পত্রিকাগুলোতে শিশু সম্পর্কিত ১ হাজার ৪৮৫টি সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যে দুর্ঘটনা ও ট্রাজেডি বিষয়ক সংবাদ ছিল সবচেয়ে বেশি—৪৬৩টি। এছাড়া শিশু পাচার ও যৌন শোষণ ১৩০টি, শিশু নির্যাতন ও সহিংসতা ২৩২টি, শিক্ষা খাত ১০৩টি, শিশু স্বাস্থ্য ও সুরক্ষা ১১৪টি এবং অন্যান্য বিষয়ের ওপর ৩৫৩টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিশুদের প্রতি সহিংসতা, শোষণ ও দুর্ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়; বরং এটি সমাজের কাঠামোগত দুর্বলতা ও আইনের প্রয়োগে ঘাটতির প্রতিফলন। জাতিসংঘ শিশু অধিকার সনদ ও জাতীয় শিশু আইন ২০১৩ অনুযায়ী শিশুদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা হলেও বাস্তবে এর পূর্ণ বাস্তবায়ন এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, শিশু অধিকার রক্ষা কেবল মানবিক দায়িত্ব নয়, এটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের প্রতিটি স্তরে শিশুদের প্রতি সচেতনতা বাড়াতে হবে। শিশুদের সুরক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করার আহ্বানও জানানো হয়।