ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি : বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১০ নেতাকর্মী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি : বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১০ নেতাকর্মী আটক।

 

বরিশালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রদল মিছিল করায় এবং মিছিলের প্রস্তুতিকালে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদলের মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এ সময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নিসংযোগ ঘটিয়ে বিক্ষোভ করেন।

এদিকে সকালে নগরের বটতলা ও থানা কাউন্সিল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে সেখান থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল হক কিরণ, সাকলাইন মোস্তাকসহ ১৫ জনকে আটক করে পুলিশ।

তবে ১০ জনকে আটকের বিষয় নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আটক বাকিদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. হানিফ হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম, মহানগর বিএনপি সদস্য একে এম মুসা কাজল, রাশেদুজ্জামান, শামসুল আলম, আনিছুর রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।