নিজস্ব প্রতিবেদক :: জমির বিরোধে ২ নারীকে কুপিয়ে জখম করলো প্রতিপক্ষ
বরিশাল জেলার উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ২ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের ফেরদৌস ফকির ও বিপ্লব ফোরকান গংদের সাথে ওই গ্রামের তারা খান গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি একাধিক মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার বেলা ১১ টার দিকে পেয়ারা বেগম (৫৫) ও শান্তা খানম(২৫)কে হত্যার উদ্দেশ্যে তারা খান, মিজান খান, নুরআলম খান, সোহেল খান ও নজরুল খান মিলে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও ইট দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্তদের পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’