
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদের ছোট ভাই মিথুন মারা গেছেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আমানতগঞ্জ নিবাসী সৈয়দ আনিচের ছোট ভাই মরহুম কামাল এর মেঝ ছেলে, বরিশল সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আবিদ ভায়ের ছোট ভাই সৈয়দ মিথুন ভাই আজ কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।