ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভারতে এবার ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে এবার ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত।   এর মধ্যেই দেশটিতে এবার ধর্ষণের শিকার হলেন ৭০ বছরের এক বৃদ্ধা। নিজের বাড়িতেই এমন বর্বরোচিত নির্যাতনের শিকার হন তিনি। এই ঘটনায় অভিযুক্ত ২৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,  ভুক্তভোগী বৃদ্ধা কেরালার কায়মকুলম এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত ধনেশের বাড়ি কানাকাকুন্নু এলাকায়।

জানা গেছে, গত ২৪ আগস্ট রাতে বাড়িতে একা ছিলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। এই সুযোগে বাড়িতে ঢুকেই তার দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন অভিযুক্ত যুবক।

পরে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।

এরপর ওই বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণের গহনা চুরি করে পালিয়ে যান ধনেশ। পরে সেগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

পুলিশ জানায়, ধনেশ বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছিলেনতিনি ওই বৃদ্ধার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছিলেন। ফলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ভুক্তভোগী।

পরে সকালে প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

বৃদ্ধা সেদিন বাড়িতে একা ছিলেন জেনেই অভিযুক্ত যুবক তাকে নিশানা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি