নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরী থেকে দ্বিতীয়বারের মতো গ্রেনেড উদ্ধার
বরিশালে আবারও একটি অব্যবহৃত হ্যান্ড গ্রেনেডের সন্ধান পাওয়া গেছে। এর দুইদিন আগে একই স্থানে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। দ্বিতীয়বারের মতো হ্যান্ড গ্রেনেড পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার অফিসের ভেতরে হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায়।মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে হ্যান্ড গ্রেনেডটি দেখতে পাই। পরে কর্মকর্তাদের জানালে তারা ৯৯৯ এ খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেয়।
এর আগে গত সোমবার একইভাবে আরও একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়া হয়।