ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মানহানির মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মানহানির মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়ের করার একটি মানহানির মামলা খারিজ করেছে আদালত। একই সঙ্গে তাকে ওই মামলা অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলায় জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিয়া বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃত পক্ষে কতজন শহীদ হয়েছেন তা নিয়ে বিতর্ক আছে।’

এছাড়া তিনি একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি।’

ওই বক্তব্য দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নড়াইলের রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি মানহানি হয়েছে মর্মে বাদি হয়ে খালদা জিয়াকে আসামি করে ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইল আমলি আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। পরে এ মামলাটি নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারের জন্য পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিন বাদি বিচারিক আদালতে উপস্থিত না হওয়ায় ফৌজদারি কার্যবিধি আইনের ২৪৭ ধারায় মামলাটি খারিজ করে দেওয়া হয়। একই সঙ্গে মামলার একমাত্র আসামিকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।