নিজস্ব প্রতিবেদক :: হাসানাত আবদুল্লাহসহ ১৪ জনের নামে মামলা
আট বছর আগে ছাত্রদল নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে আসামি করে বরিশালে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ছাত্রদল নেতার ছেলে আশিকুর রহমান (২০)।
আদালতের বিচারক মো. মোখলেচুর রহমান মামলার আবেদনটি গ্রহণ করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আট বছর আগে নিহত ছাত্রদল নেতার নাম কবির হোসেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি কবির হোসেনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। এর আগে তাঁকে ঢাকার নবীনগর থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। মামলায় তৎকালীন রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম পান্না জানান, মামলায় ১৪ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।আবুল হাসানাত আবদুল্লাহ ছাড়া অন্য আসামিরা হলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও আবদুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ ওরফে লিটন সেরনিয়াবাত, বরিশাল রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি মো. হুমায়ন কবির, সাবেক অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, বরিশাল জেলার সাবেক পুলিশ সুপার মো. এহসানউল্যাহ, সাবেক সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, আগৈলঝাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদুস ছাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মণ্ডল ও স্বপন মণ্ডল। মামলায় অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভংকর মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো আদালতের এ–সংক্রান্ত আদেশ পাইনি। পেলে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ