ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪

বরগুনায় জমি নিয়ে সংঘর্ষ : বিএনপি নেতা সহ আহত, ৪

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: :: বরগুনায় জমি নিয়ে সংঘর্ষ : বিএনপি নেতা সহ আহত, ৪

বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি বিরোধের ধরে বিএনপি নেতা সহ পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত পহেলা নভেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ হোগলা পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ,ওই এলাকার আবুল হাশেমের ছেলে উপজেলা ওলামা দলের সভাপতি এবং দুগ্ধ খামার ব্যবসায়ী ও হাফেজ আব্দুস সালাম,
সালামের ছোট ভাই ওয়াজকরুনি ,সেজো ভাই ইসাহাক ছেলে ওবায়দুল্লাহ। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে হাফেজ আব্দুস সালাম ও ওয়াজ্কুরুনির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।

আহত আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে হাফেজ আব্দুস সালামের ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী ইদ্রিস মোল্লার ছেলে কবির মোল্লা ও তার সহযোগীদের সাথে বিরোধ চলে আসছে।
সালামের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায় কবীর গং। বিষয়টি নিয়ে আব্দুস সালাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে জানালে কবির গং আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে, ঘটনার দিন শুক্রবার সকাল সাড়ে দশটায় দিকে কবির মোল্লা ও তার সহযোগী আল আমিন মোল্লা, রুম্মান, ছগির ইদ্রিস, শাহাদাতসহ সাত আট জন সহযোগী পরিকল্পিতভাবে হাফেজ আব্দুস সালামকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় সালামকে বাঁচাতে ওয়েজ করুনি, ইসাহাক ওবায়দুল্লাহ আসলে তাদেরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন কবির মোল্লা সহ অন্যান্য সহযোগীরা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।