ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘ*র্ষ, নিহত ১

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘ*র্ষ, নিহত ১

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট-পিরোজপুর সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আখি আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ আহত হয়েছেন আরও চারজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার হুলারহাট-পিরোজপুর সড়কের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আখি আক্তার (৩৪) কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের ইমরান খানের স্ত্রী।

আহতরা হলেন- ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রিজ থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে ইমরান নামের এক চালক অটোরিকশা নিয়ে পিরোজপুর থেকে কাউখালী যাচ্ছিলেন। এ সময় নিমতলা নামক স্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ইমাদ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেওয়ার পথে আখি মারা যান। আহত সকলের বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে।

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুমন জানান, সড়ক দুর্ঘটনায় ছয়জনকে আহত অবস্থায় আনা হয়েছিল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, সড়ক দুর্ঘটনায় আখি নামের এক নারী নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।