নিজস্ব প্রতিবেদক :: বিএনপি-জামায়াতের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কুয়াকাটা থেকে বুধবার রাতে অন্তত ৪০ যাত্রী নিয়ে বাসটি (ঢাকা মে ব ১১৮৫৭১) বরিশালের উদ্দেশে আসছিল। পথিমধ্যে আমতলী উপজেলায় হাড় পাঙ্গাসিয়াতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বাসটির গতিরোধে ৫০ থেকে ৬০ ব্যক্তি। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র এবং লাঠিসোঠা দিয়ে বাসটিতে ভাঙচুর করে। এতে যাত্রী আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে গেলে দুর্বৃত্তরা বাসটি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই তথ্য সাকুরা পরিবহনের বরিশাল নথুল্লাবাদ কাউন্টার ম্যানেজার রাসেল হাসান নিশ্চিত করেন।
বিস্তারিত আসছে..