নিজস্ব প্রতিবেদক :: শেষ হলো ৮ দিনব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা
মানুষের উপচে পরা ভিড় ছিলো, ছিলো প্রবেশপথ আটকে বাণিজ্যিক পসরা। যতটা না ক্রেতা তার চেয়ে বেশি ছিলো দর্শকদের ভিড়। আর এই ভিড় ছিলো বইমেলা মঞ্চ কেন্দ্রীক। রাত আটটার পরে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার আনুষ্ঠানিকভাবে ৮ দিনব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলার সমাপ্তি ঘোষণা করেন। এসময় বিভিন্ন প্রকাশনী প্রকাশকরাও বক্তব্য রাখেন। সমাপনী পর্বের সভাপতি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এর আগে গত ৪ ডিসেম্বর একই প্রশাসক বৃন্দ এই বইমেলার উদ্বোধন করেন। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল তিনটা থেকে বইমেলা চলেছে ১১ ডিসেম্বর পর্যন্ত।