ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতাদের সাথে আব্দুল আউয়াল মিন্টুর বৈঠক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১২, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতাদের সাথে আব্দুল আউয়াল মিন্টুর বৈঠক

বরিশাল বিভাগের জেলা সমূহ ও মহানগর বিএনপি পুনর্গঠনের দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথমবারের মত বিভাগের সিনিয়র নেতাদের সাথে ঢাকায় বৈঠক করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। বৈঠকে বরিশাল বিভাগের ২১ আসনের সাবেক এমপি ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, এস সরফুদ্দীন আহমেদ সান্টু, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, সাবেক এমপি আবুল হোসেন খানসহ আরও অনেকে।
আগামী ৬০ থেকে ৯০দিনের মধ্যে বরিশাল বিভাগের অধীন মহানগর ও সকল জেলা বিএনপির কার্যকরী কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি ইস্যু করা হয় গত ২৬শে নভেম্বর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করার তাগিদ দেন। বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে। দায়িত্ব পাওয়ার পর গতকাল বিকেলে তিনি প্রথমবারের মত বৈঠক করেছেন। আগামী ১৩ ডিসেম্বর বরিশালে আসবেন আব্দুল আউয়াল মিন্টু। এ সময় বিভাগের ছয় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন তিনি।