নিজস্ব প্রতিবেদক :: ‘চলো যাই যুদ্ধে’ শব্দ দূষণের বিরুদ্ধে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা করেছে বরিশালের পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে বরিশালের সরকারি বিএম কলেজের শিক্ষক মিলনায়তনে প্রায় দুইশত শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বর্তমান বাংলাদেশে শব্দ দূষণ একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি নিয়ে জনগণের সচেতনতার অভাবে শব্দ দূষণ দিন দিন বেড়েই চলেছে। আর এতে করে সাধারণ মানুষ দিনে দিনে তাদের শ্রবণ শক্তি হারাচ্ছেন বলে উল্লেখ করেন বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান। এছাড়াও শব্দ দূষণের ফলে শরীরের নানাবিধ ক্ষতির বিভিন্ন পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক শেখ মেহেদী কামাল। জনসচেতনতামূলক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি উপস্থিত শিক্ষার্থীদের শব্দ দূষণের উপর বিভিন্ন দিক তুলে ধরে বিশদ আলোচনা করেন এবং নিজেদেরকে সোচ্চার হতে আহ্বান জানান এবং দেশের জনগণ ও পরিবারের সদস্যদের শব্দ দূষণের বিষয়ে সচেতন হতে আহ্বান জানান।।