ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে স্থানীয় সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নির্বাচন কমিশন কখনও একা নির্বাচনের দায়িত্ব পালন করতে পারে না। জাতীয় নির্বাচনে স্থানীয় সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রশিক্ষণে এ মন্তব্য করেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের নির্বাচন দেখতে আগ্রহী। তাই নির্বাচনে স্বচ্ছতা সৃষ্টিতে কাজ করছে কমিশন। ইসির চাওয়া সবাই এমনভাবে দায়িত্ব পালন করবে যেন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতা প্রয়োগের প্রয়োজন পড়লে প্রয়োগ করার কথা জানিয়েছেন সিইসি।

ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয় সেদিকে সবাইকে নজর রাখতে বলেন তিনি। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সবাইকে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান সিইসি।